ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ১২:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

শেষ অনুশীলন ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে পাকিস্তান

  • জাগো নিউজ ডট নেট
  • আপডেট: Tuesday, October 3, 2023 - 11:44 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 84 বার

স্পোর্ট প্রতিবেদক

অস্ট্রেলিয়া : ৩৫১/৭ (৫০.০ ওভারে)

পাকিস্তান : ৩৩৭/১০ (৪৭.৪ ওভারে)

ফল : অস্ট্রেলিয়া ১৪ রানে জয়ী।

সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের। বিশ্বকাপের জন্য নির্ধারিত ২টি অনুশীলন ম্যাচের দুটিতেই হরেছে পাকিস্তান। হায়দারাবাদে প্রথম অনুশীলন ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৩৪৫/৫ স্কোর করেও পারেনি জিততে। হেরে গেছে সেই ম্যাচে ৫ উইকেটে। একই ভেন্যুতে মঙ্গলবার অস্ট্রেলিয়ার ৩৫১/৭ চেজ করতে যেয়ে ১৪ রানে হেরেছে পাকিস্তান।

নেদারল্যান্ডসের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ ওভার মাত্র ব্যাট করতে পেরেছে অস্ট্রেলিয়া। সে কারণেই মঙ্গলবার হায়দারাবাদে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ব্যাটিং প্র্যাকটিসটা ভালোই করেছে অস্ট্রেলিয়া।

ওয়ার্নার (৩৩ বলে ৪৮), লাবুশান (৩১ বলে ৪০), ম্যাক্সওয়েল (৭১ বলে ৭৭), ক্যামেরণ গ্রীন (৪০ বলে ৫০*) এবং জস ইংলিশের (৩০ ্ল ৪৮) ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া স্কোর করেছে ৩৫১/৭।

পাকিস্তান পেসার হারিস রউফ খেয়েছেন এদিন প্রচণ্ড মার (৯-০-৯৭-১)। সাদাব খানও নিয়ন্ত্রিত বোলিং করতে পারেননি (১০-০-৬৯-১)। পাকিস্তানের লেগ স্পিনার উসমান মীর পেয়েছেন ২ উইকেট (২/৩১)।

জবাবে ব্যাট করতে নেমে ইফতিখার (৮৫ বলে ৮৩), বাবর আজম (৫৯ বলে ৯০ রিটায়ার্ড) এবং নেওয়াজ (৪২ বলে ৫০) পাকিস্তানকে জয়ের কক্ষপথে রাখলেও লেট অর্ডাররা দায়িত্ব পালন করতে পারেননি। লাবুশান (৩/৭৮), প্যাট কামিন্স (২/৩৪) এবং মিচেল মার্শের (২/৪৩) বোলিংয়ে পাকিস্তান থেমেছে ৩৩৭/১০-এ। ১৪ বল আগে অল আউট হয়েছে পাকিস্তান।