ঢাকা | জুলাই ২৫, ২০২৪ - ৫:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

গণতন্ত্রকে ত্রুটিমুক্ত করতে আপ্রাণ চেষ্টা চলছে : ওবায়দুল কাদের

  • জাগো নিউজ ডট নেট
  • আপডেট: Monday, May 6, 2024 - 6:44 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 23 বার

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘পৃথিবীর কোনো দেশেই গণতন্ত্র শতভাগ পারফেক্ট নয়। আমরাও পারফেক্ট এমন দাবি করি না। তবে গণতন্ত্রকে ত্রুটিমুক্ত করার চেষ্টা আমাদের রয়েছে। গণতন্ত্রকে ম্যাচিউরিটি করতে আপ্রাণ চেষ্টা চলছে।’

সোমবার (৬ মে) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো আগ্রহ নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘গণতন্ত্রের প্রতি বিএনপির আগ্রহ কোনোদিনই ছিল না। দলটি ৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত গণতন্ত্রকে ধ্বংস করেছে।’

তিনি বলেন, ‘মাগুরা মার্কা ১৫ ফেব্রুয়ারি প্রহসনের নির্বাচন, ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার, হ্যাঁ/না ভোটে ১১৪ শতাংশ ভোটার উপস্থিতি- এসবই বিএনপির সৃষ্টি। গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করার কাজটি করেছেন শেখ হাসিনা। নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন থেকে মুক্ত করে আইন করে স্বাধীন নির্বাচন কমিশন গঠন করেছেন। ৮২টি সংশোধনী এনেছেন। আর বিএনপি কী করেছে?’

এ সময় উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপির স্বজনরা অনেকেই প্রার্থিতা প্রত্যাহার করেনি- এমন প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের নিবৃত্ত করার জন্য দলের বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে তাদের আরও উদ্যোগ নিতে বলা হয়েছে।’

এরপরও দলীয় নির্দেশ অমান্য করলে কী ব্যবস্থা নেওয়া হবে- এমন প্রশ্নে তিনি বলেন, ‘যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের কোনো না কোনোভাবে শাস্তির মুখোমুখি হতেই হবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘গত জাতীয় সংসদ নির্বাচনে ৭৩ জন এমপি বাদ পড়েছেন। এটা কি এক রকম শাস্তি নয়? মন্ত্রিপরিষদে ২৫ জন নেই। সময়মতো শাস্তি হবে। এটা একটা উদাহরণ।’